Wellcome to National Portal
Main Comtent Skiped

service list

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/ উপজেলা কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/ উপজেলা কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

নতুন

১। সাধারণ:

২১ (একুশ) কার্যদিবস (পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে)

 

২।জরুরী

১১ (এগারো)কার্যদিবস (পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে)

জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ এর সত্যায়িত অনুলিপি। দুই কপি (৫৫ x ৪৫ মি.মি. সাইজ) সত্যায়িত ছবি

সকল আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর নিজস্ব ওয়েবসাইট (www.dip.gov.bd , www.passport.gov.bd)

 

১। সাধারণঃ

৩৪৫০/-

২। জরুরীঃ ৬৯০০/-

সোনালি ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক,  ঢাকা ব্যাংকের যেকোন শাখায়।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা।

সহকারী পরিচালক, রুম নম্বর: ২০১,

টেলিফোন ন: ০৪৯১-৬১৬০৩

ই-মেইলঃ rpobhola@passport.gov.bd

 

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা।

সহকারী পরিচালক, রুম নম্বর: ২০১,

টেলিফোন ন: ০৪৯১-৬১৬০৩

ই-মেইলঃ rpobhola@passport.gov.bd

 

পূনঃপ্রদান

১। সাধারণ:

২১ (একুশ) কার্যদিবস

 

২।জরুরী

১১ (এগারো)কার্যদিবস

জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ এর সত্যায়িত অনুলিপি। এক কপি (৫৫ x ৪৫ মি.মি. সাইজ) সত্যায়িত ছবি

সকল আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর নিজস্ব ওয়েবসাইট (www.dip.gov.bd , www.passport.gov.bd)

 

১। সাধারণঃ

৩৪৫০/-

২। জরুরীঃ ৬৯০০/-

সোনালি ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক,  ঢাকা ব্যাংকের যেকোন শাখায়।

 

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা।

সহকারী পরিচালক, রুম নম্বর: ২০১,

টেলিফোন নং:

০৪৯১৬১৬০৩

ই-মেইলঃ rpobhola@passport.gov.bd

 

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা।

সহকারী পরিচালক, রুম নম্বর: ২০১,

টেলিফোন নং:

০৪৯১-৬১৬০৩

ই-মেইলঃ rpobhola@passport.gov.bd

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ই পাসপোর্ট এর জন্যঃ

১। ই-পাসপোর্টের আবেদনপত্র  www.epassport.gov.bd  এই ওয়েবসাইটে পূরণ করতে হবে । 

২। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।

৩। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হব -

(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ।

(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ

(গ) ২০ বছরের উপরে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক ।

৪। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।

৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারি যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবয়ে।

৬। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।

৭।প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।

৮।অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন পাসপোর্ট) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে এবং অফিস প্রধানকে অবহিত করতে হবে। (এই পাসপোর্ট কেবলমাত্র ঢাকা থেকে সংগ্রহ করতে হবে) ।

৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্ম নিবন্ধন (BRC) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।

১০।আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস / আঞ্চলিক পাসপোর্ট অফিসে দাখিল করতে হবে।

ই পাসপোর্ট এর ফিঃ

পাসপোর্ট ফি অনলাইনে পেমেন্ট করা যাবে । অনলাইনে পেমেন্ট ছাড়াও ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক এবং সোনালি ব্যাংক এ ই-পাসপোর্ট এর টাকা জমা দেয়া যাবে। তা ছাড়া E/A চালান ও গ্রহনযোগ্য।

১.ই-পাসপোর্ট আবেদন ফি এর সাথে ১৫% ভ্যাট সংযোজিত।

২. ১৮ বছরের নিচে এবং ৬৫ বছরের উপর আবেদনকারিগন ৫ বছর মেয়াদী ই পাসপোর্ট পাবেন।

৩. অতিব জরুরি আবেদন করার পূর্বে অবশ্যই অফিস প্রধান কে অবহিত করবেন।

৪. ব্যাংকে টাকা জমাদানের সময় নামের বানানে কোন ডট (.)/ হাইফেন (/)/ কমা (,)/ কোলন (:) ইত্যাদি ব্যবহার করা যাবে না। (BRC/NID তে থাকলেও করা যাবে না)

৫.যাদের এনওসি (NOC) / অবসর সনদ (সরকারি চাকরিজীবিদের ক্ষেত্রে) রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরী সুবিধা পাবেন।

বিতরনের প্রকৃতি

সম্ভাব্য সময়

৪৮ পৃষ্ঠা

৫বছর

৪৮ পৃষ্ঠা

১০ বছর

৬৪ পৃষ্ঠা

৫ বছর

৬৪ পৃষ্ঠা

১০ বছর

নিয়মিত

সম্ভাব্য ২১ দিন

৪,০২৫

৫,৭৫০

৬,৩২৫

৮,০৫০

জরুরি

সম্ভাব্য ১০ দিন

৬,৩২৫

৮,০৫০

৮,৬২৫

১০,৩৫০

অতি জরুরি

সম্ভাব্য ২ কর্মদিবস

৮,৬২৫

১০,৩৫০

১২,০৭৫

১৩,৮০০

 

বিঃদ্রঃ অতি জরুরি পাসপোর্ট এর আবেদন এখনো  আঞ্চলিক পাসপোর্ট অফিস ভোলাতে শুরু হয় নি।

অতি জরুরী পাসপোর্ট কেবল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ঢাকা ,আগারগাও থেকে সংগ্রহ করতে হবে।