Wellcome to National Portal
Main Comtent Skiped

at a glance

বাংলাদেশের নাগরিকদের বিদেশে যাতায়াতে সহায়তা প্রদানের লক্ষ্যে ১৯৬২ সালে একটি পরিদপ্তর হিসেবে জোনাল কার্যালয়, ঢাকা এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা নিয়ে বর্তমান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর কার্যক্রম শুরু হয়। স্বাধীনতাত্তোর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ রুপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। ঢাকায় অবস্হিত অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা অফিস সমন্বয়ে কার্যালয়ের সংখ্যা হয় ৬ (ছয়) টি। ২০১০ সালে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি (আইসিএও) এর গাইডলাইন এর সঙ্গে সঙ্গতি রেখে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রদান কার্যক্রম শুরু হয়। সেই সঙ্গে  ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস স্হাপিত হলে অফিসের সংখ্যা হয় ৩৪ (চৌত্রিশ) টি। এছাড়া ৬টি ভিসা সেল ও ৯টি ইমিগ্রেশন চেকপোস্ট সৃজিত হয়। ২০১১ সালে আরো ৩৩ (তেত্রিশ) টি আঞ্চলিক পাসপোর্ট অফিস সৃজিত হয়। বর্তমানে দেশের প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস স্হাপনের কাজ শেষ হয়েছে। এছাড়া বিশ্বের ৬৫টি বাংলাদেশী মিশনে এমআরপি ও এমআরভি প্রকল্প বাস্তবায়িত হয়েছে ।বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা যা অন্য নাম “THE QUEEN ISLAND OF BANGLADESH” “দ্বীপের রাণী” হিসেবে বাংলাদেশের মানচিত্রে সুপরিচিত। ভোলার ৩৭৩৭.২১ বর্গকিঃমিঃ এ প্রায় ২০(বিশ) লক্ষ লোক বাস করেন। উক্ত জেলায় হাতে লেখা পাসপোর্ট নবায়ন করার মাধ্যমে ২০১৩ইং সালে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা তাদের সেবা কার্যক্রমের যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকল্প ২০২১” এর অংশ হিসেবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোল ০৭/০৯/২০১৪ খ্রিঃ তারিখ থেকে ভাড়াকৃত ভবন (অমি ম্যানশন, দরগাহ রোড, ভোলা সদর, ভোলা) তে MRP ইস্যু করেছে এ্‌বং বর্তমানে নিজস্ব ভবন (শাহবাজপুর সড়ক, চরনোয়াবাদ,ভোলা) তে MRP কার্যক্রম পরিচালনা করছে। MRP শুরুর প্রাক্কালে ভোলা জেলার ০৭ টি উপজেলা (ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, ও মনপুরা)- এর নাগরিকদের পাসপোর্ট সেবা প্রদান করে আসছে। “পাসপোর্ট নাগরিক অধিকার, নিস্বার্থ সেবাই অঙ্গীকার” এই প্রত্যয়কে সামনে রেখে MRP শুরুর তারিখ থেকে ১৫/০৪/২০১৯খিঃ তারিখ পর্যন্ত ৬৬৫০০ MRP ইস্যু করা হয়েছে।